কলকাতা

আজ দুপুর ২ টোয় ভার্চুয়ালি ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভায় যোগ দিতে সকলকে আহ্বান মমতার

  প্রতি বছরের মত এইবছরেও  ২১ শে জুলাই, শহিদ দিবস পালন করছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো আগেই জানিয়েছিলেন ক্ষমতায় ফিরলে এবারের শহিদ দিবস ঐতিহাসিক ভাবে পালন করা হবে, কিন্তু করোনার জন্য বাধ সেধেছে। তাই ভার্চুয়ালি রাজ্য থেকে জাতীয় স্তরে বিশেষ বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের শহিদ দিবসের ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ৫০ লক্ষ তৃণমূল কর্মীর। আজ দুপুর ২টোয় কালীঘাট থেকে ভার্চুয়ালি সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে আজ ভার্চুয়ালি শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই দিনটিতে ২১শে জুলাইয়ের ভার্চ্যুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে টুইটের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘১৯৯৩ সালে এই দিনে যে ১৩ জন শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। আজ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চ্যুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ। অমানবিক অত্যাচার যারা চালাচ্ছে,

তাদের বিরুদ্ধে তৃণমূল জোর গলায় আওয়াজ তুলবে।’ অর্থাত্‍ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চ্যুয়াল সভায় সকলকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানোর পাশাপাশি অত্যাচারীদের বিরুদ্ধে জোর গলায় আওয়াজ তোলার ডাক দেন তৃণমূল সুপ্রিমো। শহিদ দিবস প্রসঙ্গে টুইট করে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, ‘১৯৯৩-এর সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও টাটকা। তত্‍কালীন সরকারের অমানবিক নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। কোনওদিনও তা ভোলা যাবে না।’ উল্লেখ্য, ১৯৯৩ সালে যুব কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে গিয়েই পুলিশের গুলিতে শহিদ হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তৃণমূল কংগ্রেস তৈরি করার পর থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ভাবে এই দিবস পালন করছেন। আজ বেলা ১২টায় ভিক্টোরিয়া হাউসের সামনে একটি অনুষ্ঠানে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। সেখানে থাকবেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। তারপরেই মুখ্যমন্ত্রী নিজের কালীঘাটের বাড়িতে দুপুর ২ টার সময় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।