কলকাতা

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত ১১, শীত পড়লেই কমবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় ডেঙ্গি নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। তবে  এরই সঙ্গে পরিষ্কার জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞ‍া থাকার জন্যই ডেঙ্গি সংক্রান্ত তথ্য সরকারি পোর্টালে তোলা হয় না। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ডেঙ্গিতে মৃত ১১ জনের মধ্যে ৬ জন মারা গিয়েছেন সরকারি হাসপাতালে এবং ৫ জন বেসরকারি হাসপাতালে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, শিলিগুড়ি, হুগলিতেই ডেঙ্গির প্রভাব বেশি ছিল। মুখ্যমন্ত্রী বলেন, “এবছর ডেঙ্গি সংক্রমণ বেড়েছিল। গত দু’বছর করোনার কারণে ডেঙ্গি কম ছিল। পজিটিভিটি রেট ৭ শতাংশ হয়ে গিয়েছিল। এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে।” বর্তমানে রাজ্যে দৈনিক সংক্রমণ ৫০০-এ নেমে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, স্বাস্থ্য দফতরকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচারের উপরেও।তাছাড়া, শীত পড়লেই ডেঙ্গির প্রকোপ কমে যাবে বলে আশা তাঁর।