দেশ

অগ্নিগর্ভ বিজেপি শাসিত মণিপুর, আক্রান্ত দলের বিধায়ক, পরিস্থিতির দিকে নজর রাখতে নির্বাচনী প্রচার বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতির দিকে নজর রাখতে কর্ণাটকের নির্বাচনী প্রচার বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদিবাসীদের মিছিল ঘিরে তুমুল সংঘর্ষ চলছে মণিপুরে। এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই একাধিকবার মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে বলেছেন শাহ। নানা পর্যায়ের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকও সেরেছেন। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণেই কর্ণাটকের সমস্ত কর্মসূচি বাতিল করেন তিনি। অন্যদিকে, উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মণিপুরের বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতে। আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু মণিপুরের এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবারই কর্ণাটকের সমস্ত নির্বাচনী কর্মসূচি বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, চলতি মাসে আর কর্ণাটকে নির্বাচনী প্রচার করবেন না অমিত শাহ। মণিপুরের আধিকারিকদের সঙ্গে একাধিক জরুরি বৈঠকে বসবেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনায় বসবেন শাহ। তাই কর্ণাটকের যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন।