দেশ

রাহুল গান্ধিকে জেলে পাঠানো নির্দেশ দেওয়া বিচারকের পদোন্নতি কীসের ভিত্তিতে? খতিয়ে দেখবে সুপ্রিমকোর্ট

রাহুল গান্ধীকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া বিচারকের পদন্নোতি কীসের ভিত্তিতে? খতিয়ে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট। গুজরাত সরকারেরই দুই উচ্চপদস্থ আধিকারিকের দাবি ছিল, রাহুলকে জেলে পাঠানো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এইচ এইচ বর্মা-সহ ৬৮ জন বিচারকের পদন্নোতি এবং বদলি নিয়মবিরুদ্ধ। এই পদন্নোতি এবং বদলির সিদ্ধান্ত খতিয়ে দেখা উচিত। সেই আরজি মেনে নিয়ে মামলা গ্রহণ করল শীর্ষ আদালত। অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাতের নিম্ন আদালত। সুরাত আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। এমনকী সাংসদ হিসাবে দিল্লিতে তিনি যে বাংলো পেতেন, সেটাও ছেড়ে চলে যেতে হয়েছে রাহুলকে