বিনোদন ভাইরাল

কপিক্যাট! ইংরেজি গান থেকে নকল পাঠানের ‘বেশরম রং’ এর সুর, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

গতকালই মুক্তি পেয়েছে শাহরুখ খান  এবং দীপিকা পাডুকন  অভিনীত ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। মুক্তির পর থেকেই এই গান ঘিরে তুমুল উত্তেজনা অনুরাগীদের মধ্যে। তবে একদল নেটিজেন দাবি করছে শাহরুখ-দীপিকার ‘বেশরম রং’ গানটি ইংরেজি গান থেকে নকল করা হয়েছে। ২০১৬ সালের ‘মাকেবা’ গানের সুরের সঙ্গে সাদৃশ্য রয়েছে ‘বেশরম রং’ এর সুর। গানটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, একটি নয়,

একাধিক গান থেকে নকল করেছেন সঙ্গীত পরিচালক জুটি বিশাল ও শেখর। নেটিজেনদের দাবি, এই নতুন হিন্দি গানটির বিটস ফরাসি গায়িকা জেইনের মাকেবা থেকে নকল করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। গানের মুখরাটিও অন্য একটি হিন্দি গান থেকে কপি করা হয়েছে। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘তুম বিন’ ছবির সুপারহিট গান ‘কোই ফারিয়াদ’ থেকে সুর তুলে ‘বেশরম রং’-এ বসিয়ে দিয়েছেন বিশাল-শেখর। দুটো গান পাশাপাশি এডিট করে মিল ধরিয়েও দিয়েছেন অনেকে।