কলকাতা

মাথাপিছু ২০ টাকা, বীরভূমে পর্যটকদের জন্য ভ্রাম্যমাণ ক্যারাভ্যান পরিষেবা

বীরভূম পরিষদের খাত থেকে ১৭ লক্ষ টাকা ব্যয়ে ভ্রাম্যমাণ এই ক্যারাভ্যান পরিষেবা চালু হয়েছে ৷ সোনাঝুরির খোয়াই হাটে মহিলা ও বিকলাঙ্গ পর্যটকদের জন্য ‘মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার’ খোলা হল ৷ শুক্রবার এই পরিষেবার উদ্বোধন করলেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা শাসক বিধান রায়, মহকুমা শাসক অয়ন নাথ ৷ আধুনিক এই ‘মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার’ বাসটির জন্য ৷ বিশেষ করে মহিলা ও বিকলাঙ্গদের জন্য এই পরিষেবা ৷ আধুনিকমানের এই বাসে রয়েছে তিনটি শৌচাগার-সহ সন্তানকে দুধ খাওয়ানোর ব্যবস্থা, পোষাক বদলানোর ঘর, খাওয়ার ঘর প্রভৃতি। এই পরিষেবা পেতে মাথাপিছু ২০। টাকা ধার্য করা হয়েছে।