মরক্কোয় গভীর রাতে ভূমিকম্পে। প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১০৩৭। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। আহত অন্তত ১২০০ জন। ৭২১ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।সংবাদমাধ্যম রিপোর্ট অনুযায়ী, উত্তর আফ্রিকার দেশে এত প্রবল ভূমিকম্প হয়নি। এই দেশ ভূমিকম্পপ্রবণ নয়। তাই বাড়িগুলিও তেমন পোক্ত নয়। মরক্কোর রাজা ফোর্থ মহম্মদ সশস্ত্র বাহিনীকে বিপর্যয় মোকাবিলার কাজে লাগিয়েছেন। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মরক্কোর মারাকেশ অঞ্চলের ৭১ কিমি দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার তথা কেন্দ্র।