দেশ

Mukhtar Ansari : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জেলবন্দি গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির

জেলের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মুখতার আনসারিকে ৷ যদিও পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বৃহস্পতিবার ফের তার শাররীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরপ্রদেশের বান্দা জেলা হাসপাতালে পুনরায় ভরতি করা হয় গ্যাংস্টারকে ৷ সেখানেই এদিন সন্ধে নাগাদ হৃদরোগে মৃত্যু হয় মাফিয়া মুখতার আনসারির (৬৩) ৷ সম্প্রতি তিনি দাবি করেছিলেন উত্তরপ্রদেশে জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’ হচ্ছে। স্বভাবতই আনসারির মৃ্ত্যুতে শোরগোল শুরু হয়েছে যোগীরাজ্যে। আনসারি হাসপাতালে ভরতি হওয়ার সময় থেকেই সতর্কতা জারি করা হয়েছিল লখনউ, মৌ এবং গাজিপুরে। গাজিপুরে মুখতার আনসারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। আনসারির আইনজীবী নাসিম হায়দার বলেন, “তাঁকে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া মুখতারকে বান্দা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷ এছাড়া আর কোনও তথ্য দেওয়া হয়নি।উত্তরপ্রদেশ রাজনীতির চির বিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক সে। ২০০৫ সালের নভেম্বর মাসে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই সহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। সেই মামলায় গত বছর ১০ বছরের কারাবাস হয় তাঁর। এরপর সম্প্রতি অস্ত্রের ভুয়ো লাইসেন্স মামলায় এই মাফিয়া রাজনীতিকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। প্রসঙ্গত, সম্প্রতি আনসারি দাবি করেছিলেন জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। একেবারে সম্প্রতি আনসারি দাবি করেছিলেন উত্তরপ্রদেশে জেলের মধ্যে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে তাঁকে। এর পরই আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় যোগীরাজ্যে। দুদিনের মধ্যেই মৃত হলেন কুখ্যাত গ্যাংস্টার। উত্তরপ্রদেশ রাজনীতির চির বিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মউ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক তিনি।