দেশ

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে একই সিরিঞ্জ দিয়ে একাধিক ইঞ্জেকশন, এইচআইভি আক্রান্ত শিশু

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সরকারি হাসপাতালে একাধিক শিশুকে একটিই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এর জেরে এইডস আক্রান্ত হয়ে পড়েছে এক শিশু। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে যোগীরাজ্যে। সেই সঙ্গে বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার ফাঁপা চেহারা। চাপে পড়ে রানি অবন্তী বাই লোধি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।  সূত্রের খবর, গত ২০ ফেব্রুয়ারি এটা এলাকার রানি অবন্তী বাই লোধি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় দেড় বছরের এক শিশুকন্যাকে। ওই ওয়ার্ডেই ভর্তি ছিল এক এইচআইভি আক্রান্ত। তা জানা সত্ত্বেও একই সিরিঞ্জ দিয়ে ওয়ার্ডে ভর্তি সকলকে ইঞ্জেকশন দেওয়া হয়। এই নিয়ে রোগীদের অভিভাবকদের অভিযোগ কানে তোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে এইচআইভি আক্রান্ত হয়ে পড়ে ওই দেড় বছরের শিশুকন্যা। প্রতিবেশীদের অভিযোগ, এইচআইভি পরীক্ষার ফল পজিটিভ আসার পর শিশুকন্যাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। ঘটনা জানজানি হওয়ার পরে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান শিশুদের অভিভাবকরা। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতাল কর্মীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়েছেন তাঁরা। এ ঘটনার জন্য হাসপাতালের গাফিলতিকেই দায়ী করেছেন অভিভাবকরা। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একমাস পরে সব শিশুর আবার এইচআইভি পরীক্ষা করা হবে। শনিবার শিশুর পরিবারের পক্ষ থেকে জেলাশাসক অঙ্কিত কুমার আগরওয়ালের কাছে একই সিরিঞ্জ দিয়ে একাধিক শিশুকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ জানানো হয়। এরপরই ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক।