খড়গপুর শাখায় পরিকাঠামোগত কাজ হবে ৷ তার জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ কিছু ট্রেন আবার পরিবর্তিত রুটে বা আংশিকভাবে চলবে ৷ এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৷ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 10 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক নিয়ন্ত্রণ করা হবে ৷
বাতিল হওয়া ট্রেনের তালিকা:
68051/68052 বালেশ্বর–ভদ্রক মেমু: 10 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত প্রতিদিন বাতিল করা হয়েছে ৷
02837 সাঁতরাগাছি–পুরী বিশেষ ট্রেন: 11 জুলাই ও 18 জুলাই বাতিল করা হয়েছে ৷
02838 পুরী–সাঁতরাগাছি বিশেষ ট্রেন: 12 জুলাই ও 19 জুলাই বাতিল করা হয়েছে ৷
02839 শালিমার–পুরী বিশেষ ট্রেন: 13 জুলাই ও 20 জুলাই বাতিল করা হয়েছে ৷
02840 পুরী–শালিমার বিশেষ ট্রেন: 14 জুলাই ও 21 জুলাই বাতিল করা হয়েছে ৷
18037 খড়গপুর–জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস: 19 জুলাই ও 20 জুলাই বাতিল করা হয়েছে ৷
18038 জাজপুর কেওনঝাড় রোড–খড়গপুর এক্সপ্রেস: 20 জুলাই ও 21 জুলাই বাতিল করা হয়েছে ৷
সংক্ষিপ্ত রুটে চলবে যে ট্রেন:
68049/68050 খড়গপুর–ভদ্রক মেমু বালেশ্বর পর্যন্ত চলবে ৷ ফের বালেশ্বর থেকে যাত্রা শুরু করবে ৷ আপাতত 10 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত প্রতিদিন এই রুটে ট্রেনটি চলবে ৷