খেলা

মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্স

রুদ্ধশ্বাসকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মহিলাদের প্রথম আইপিএলে চ্যাম্পিয়ান হল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে জয় হাসিল করে হরমনপ্রীত কাউররা। জয়ের পিছনে বিশেষ অবদান রেখেছেন মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটার নাট স্কিভার ব্রান্ট (অপরাজিত ৬০)।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতে মুখ থুবড়ে পড়লেও শেষ লগ্নে শিখা পাণ্ডে ও রাধা যাদবের অবিশ্বাস্য ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিপদে পড়ে মুম্বই। দলের স্কোর যখন ১৩ তখন  রাধা যাদবের বলে সাজঘরে ফেরেন ষষ্ঠিকা ভাটিয়া (৪)। চতুর্থ ওভারে বল

করতে এসে হেইলি ম্যাথুজকে ফেরান জেস জোনাসেনে (১২ বলে ১৩)। এর পরে তৃতীয় উইকেট জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান নাট স্কিভার ব্রান্ট ও মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর। দেখেশুনে খেলতে থাকেন দুজনে। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৫১। তার পরেই দিল্লির বোলারদের পাল্টা আক্রমণে যান ব্রান্ট ও হরমনপ্রীত কাউর। হাত খুলে মারতে থাকেন। দুজনের জুটিতে ৫৪ বলে অর্ধশতরান পূর্ণ হয়। দীর্ঘ সময়

ধরে দুই ব্যাটসম্যানকে আউট না করতে পেরে ক্রমশই হতাশ হয়ে পড়েন মেগ ল্যানিংয়ের মেয়েরা। ১৫ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় দুই উইকেটে ৮৭। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫ রান।  ১৭তম ওভারের প্রথম বলে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে শিখা পাণ্ডের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর (৩৭ বলে ৩৯ রান)। ওই ওভারেই অবশ্য ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই।

জোনাসেনের বল মাঠের বাইরে পাঠিয়ে ৫২ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ব্রান্ট। শেষ দুই ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে জোনাসেনের ওভারে ১৬ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ব্রান্ট ও অ্যামেলিয়া কের। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।