জেলা

নিয়োগপত্র নকল করে স্কুলের শিক্ষক, বহরমপুর শিক্ষা ভবনে হানা দিল সিআইডি-র প্রতিনিধি দল

 বহরমপুরের শিক্ষা ভবনে সিআইডি-র হানা। ভুয়ো শিক্ষকের তদন্তে শনিবার বহরমপুর শিক্ষা ভবনে হানা দিল সিআইডি-র চার প্রতিনিধি দল। অভিযোগ, অন্যের নিয়োগপত্র নকল করে সুতির গোঠা এ আর হাইস্কুলে শিক্ষকতা করছেন প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তেওয়ারি। সেই অভিযোগ মতো কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে তদন্তভার নিয়ে বহরমপুর শিক্ষা ভবনে হানা দিলেন সিআইডি-র আধিকারিকেরা। একজনের সুপারিশপত্র ও আর একজনের নিয়োগপত্রের রেজিস্ট্রেশন নম্বর চুরি করে কী ভাবে বছর তিনেক ধরে শিক্ষকতা করলেন অনিমেষ তেওয়ারি, তা তদন্ত করতে গিয়ে অবাক হয়ে যাচ্ছেন সিআইডি কর্তারা। ২০১৯ সালে মুর্শিদাবাদের শিক্ষা ভবনের স্কুল পরিদর্শক ছিলেন পূরবী বিশ্বাস। করোনাকালে ই-মেলের মাধ্যমে বিকাশ ভবনের সঙ্গে চিঠিপত্র লেনদেন হত। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন অনিমেষ তেওয়ারির বাবা ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি।