জেলা পুজো

ঘরের দুর্গার শিল্পীসত্তায় সেজে উঠল নববারাকপুর অধিবাসীবৃন্দের পুজো

জ্যোতির্ময় দত্তঃ কথায় বলে “যে রান্না করে সে চুলও বাঁধে”। নবব্যারাকপুর এর গৃহবধূ পাপিয়া মজুমদার এক অসাধ্য সাধন করেছেন। চুল বাধা, রান্নাকরা এবং ঘরের সমস্ত কাজ সম্পন্ন করে দুর্গাপুজোয় একটি গোটা প্যান্ডেল ও বানিয়ে ফেলেছেন পাপিয়াদেবী। তার শিল্পীসত্তা দিয়েই তৈরী হয়েছে এবারের ‘নববারাকপুর অধিবাসীবৃন্দের’ দূর্গা মন্ডপ। ৪৬ তম বর্ষে নববারাকপুর অধিবাসীবৃন্দের প্রতিমার রূপ দিয়েছেন অনন্ত পাল। আলোকসজ্জায় জয়ন্ত মুখার্জি। বঙ্গনিউজ এর পক্ষ থেকে নব বারাকপুর অধিবাসীবৃন্দর জন্য ভিডিও সহ এই প্রতিবেদন। দেখুন ভিডিও –