নারদ মামলায় ফিরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন পুলিশ সুপার এসএম মির্জাদের আগামী ৩১ জুলাই ফের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা। সিবিআই-এর তরফ থেকে বেশ কিছু নথি জমা দেওয়া হয়নি। আজ আদালতে সেই জায়গা থেকে এই নির্দেশ দিয়েছেন বিচারক। মদন মিত্র আজ আদালতে হাজিরা দিতে আসেননি। তাঁর আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, পারিবারিক কিছু কারণে তিনি আসতে পারবেন না। আদালত সূত্রে এমনই খবর।