সাংসদ ও তৃণমূল নেতা সৌগত রায়ের স্ত্রী ডলি রায় প্রয়াত। আজ, শুক্রবার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পেশাগত জীবনে চা-স্বাদ বিশেষজ্ঞ ছিলেন সৌগত-জায়া। তবে স্বামীর মতো সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। স্বামীর রাজনৈতিক কার্যকলাপে সব সময় উৎসাহ জুগিয়ে গিয়েছেন তিনি। দমদমের তৃণমূল সাংসদ সৌগতের সঙ্গে লেক গার্ডেন্সের বাসভবনে থাকতেন তিনি। ডলি রায়ের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লেখেন, “আমাদের সবার ডলি বৌদি, নিজের পেশায় একজন সফল নারী ছিলেন। আপন কৃতিত্বে তিনি তাঁর কর্মক্ষেত্রে শীর্ষে আরোহণ করেছিলেন। সেই সঙ্গে তাঁর সামাজিক শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত, সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম। সৌগতদা আর ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা।”