বিজ্ঞান-প্রযুক্তি

মহাকাশ থেকে মাটিতে ভেঙে পড়ছে ৩৮ বছরের পুরনো নাসার স্যাটেলাইট! 

মহাকাশ থেকে ভূপৃষ্ঠে ভেঙে পড়তে চলেছে নাসার একটি কৃত্রিম উপগ্রহ। আজ-কালের মধ্যেই ঘটবে এই ঘটনা। ৩৮ বছরের পুরনো এই স্যাটেলাইটের নাম আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট বা সংক্ষেপে ইআরবিএস। এটি এখন আর কর্মক্ষম নয়, অবসর নিয়ে ফেলেছে। পৃথিবীপৃষ্ঠে পড়ার সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এর বেশ কিছু অংশ আগুনে পুড়ে যাবে। তবে কিছু টুকরা টাকরা অবশিষ্টাংশ মাটিতে আছড়ে পড়বে।  এই ঘটনায় কিংবা প্রাণহানির আশঙ্কা আছে? কৃত্রিম উপগ্রহটির ওজন ২৪৫০ কেজি হলেও এর পতনের কারণে আঘাত পাওয়ার সম্ভাবনা ৯৪০০ বারে এক বার। আমেরিকার প্রতিরক্ষা বিভাগ মনে করছে, এটি রবিবার মধ্যরাতের দিকে মাটিতে এসে পড়বে। তবে সোমবার সকালেও ঘটতে পারে।