জেলা

পশ্চিম মেদিনীপুরে জাতীয় লোক আদালত

প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলা আইনী সহায়তা কেন্দ্রের উদ্যোগে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল শনিবার। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে সাতটি ও ঘাটাল আদালতে দুটি বেঞ্চ বসেছিল। পশ্চিম মেদিনীপুর জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনী সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান সৌমেন্দ্রনাথ দাস ও জেলা আইনী সহায়তা কেন্দ্রের সেক্রেটারী তথা বিচারক সম্রাট রায় সহ অন্যান্য বিচারকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিচারক সম্রাট রায় জানান, করোনা পরিস্থিতির মধ্যে সবরকম সাবধানতা অবলম্বন করেই এদিনের জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই এদিনের লোক আদালতে ভীড় ছিল চোখে পড়ার মত। এদিন ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত ১৯৪৭ টি মামলার মধ্যে ৫২৪ টি মামলার নিষ্পত্তি হয়। বিদ্যুৎ ও অন্যান্য ৬৮৬ টি মামলার মধ্যে ৫২২ টি মামলার নিষ্পত্তি হয়। মোট আদায়কৃত অর্থের পরিমাণ প্রায় দুকোটি দু লক্ষ টাকা।