দেশ

স্থগিত NEET PG পরীক্ষা, ‘সুপ্রিমকোর্টের’ নির্দেশের পরই এল বোর্ডের সিদ্ধান্ত

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন-এর পরীক্ষা স্থগিত করা হল ৷ এবারের NEET PG-2025 পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ১৫ জুন ৷ কিন্তু ওইদিন পরীক্ষা হচ্ছে না-বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস ৷ পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত নজর রাখেন ৷ আগের দিনক্ষণ অনুযায়ী অর্থাৎ ১৫ জুন নিট পিজি-র পরীক্ষা দু’টি শিফটে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দু’টি শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়টির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। এরপরই দু’টি শিফটের পরীক্ষার আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত ৷ দিনক’য়েক আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় একটি শিফটে পরীক্ষা নিতে হবে। সেইসঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়, পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয় ও নিরাপদ কেন্দ্র নির্বাচন ও পরিচালনা করা হয়। তাই বোর্ডের তরফে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ৷ NBEMS এদিন জানিয়েছে, “সুপ্রিম নির্দেশনার পরিপ্রেক্ষিতে, NEET PG 2025 পরীক্ষা একটি শিফটে অনুষ্ঠিত হবে। 15 জুন নির্ধারিত এই পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে যাতে অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা যায়। পরীক্ষার নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে।”