বিজ্ঞান-প্রযুক্তি

মোবাইল অ্যাপের ক্ষেত্রে নয়া নিয়ম, নিরাপত্তা বাড়াতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

সাধারণত নতুন মোবাইল  কিনলে বেশ কিছু অ্যাপ আগে থেকেই থাকে। সেগুলিকে আনইনস্টলও করা যায় না। কিন্তু এবার থেকে নিয়ম বদলাবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার মোবাইল কোম্পানিগুলিকে প্রি ইনস্টল অ্যাপগুলিকে যাতে সরিয়ে দেওয়া যায় তার জন্য আনইনস্টলের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত ভারতের যেসব কোম্পানির মোবাইল বিক্রি হয়, যেমন – স্যামসাং, শাওমি,অ্যাপেল সংস্থার ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগে থেকে যদি ফোনে অ্যাপ ইনস্টল থাকে তাহলে সেগুলি গুপ্তচর বৃত্তির কাজে লাগতে পারে। তাই কোনরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। কার্যত ফোন ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।