প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার টালিগঞ্জে বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে নিমাইবাবু সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। প্রায় দেড়শোটি গ্রন্থ রচনা করেছেন তিনি। নিমাইবাবুর উপন্যাসগুলির মধ্যে ‘মেমসাহেব’ চলচ্চিত্রায়িত হয়। এছাড়াও রয়েছে পিয়াসা, ইমন কল্যাণ ইত্যাদি। গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ডিপ্লোম্যাট’, মিনিবাস, ‘ব্যাচেলর’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘পথের শেষে’ ইত্যাদি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্যপ্রেমীরা। নিমাই ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানান, নিমাইবাবুর মৃত্যুতে সাহিত্য জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল। রাজ্য সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছে। তাঁর সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের। আজকের দিনে তাঁর এই চলে যাওয়ায় আমি ব্যক্তিগত বেদনা অনুভব করছি। ওনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকার ফলে খুব খারাপ লাগছে। এর পাশাপাশি নিমাই ভট্টাচার্যের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।