দেশ

কেজরিওয়ালের ডাকে সাড়া দিলেন না বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীরা, ভেস্তে গেল বৈঠক

বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কেউ সাড়া না দেওয়ায় আরবিন্দের যাবতীয় উদ্যোগ ভেস্তে যায়। লক্ষ্য ২০২৪  সালের নির্বাচনের আগে সকলকে মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধ করে রণকৌশল তৈরি করা এবং ভোটের হিসাব কষে নেওয়া। ভেস্তে গেল সেই পরিকল্পনা।  কেজরিওয়াল অবিজেপি সাত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বিজেপি এবং কংগ্রেস ক্ষমতায় নেই এমন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ফোরাম গঠন করতে চাইছিলেন আপ প্রধান। সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ মোট ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে নৈশভোজের জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল। ১৮ মার্চ শনিবার দিল্লিতে সেই নৈশভোজ আয়োজিত হওয়ার কথা ছিল।  কিন্তু সেই সব কিছুই ভেস্তে গিয়েছে।