দেশ

মথুরা শাহী ইদগাহে সার্ভের অনুমতি দিল না সুপ্রিমকোর্ট

কৃষ্ণ জন্মভূমি মামলায় এলাহাবাদ হাইকোর্টের আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। মথুরার শাহী ইদগাহ মসজিদে আদালতের তত্ত্বাবধানে কমিশনার নিয়োগ করে সার্ভেতে সম্মতি দিল না সর্বোচ্চ আদালত। আদালতের পর্যবেক্ষণ, যে পদ্ধতিতে সার্ভের জন্য আবেদন করা হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট। মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন শাহী ইদগাহ প্রাচীন কেশব মন্দির ভেঙে তৈরি হওয়ার দাবি তুলে এলাহাবাদ হাইকোর্টে মামলা শুরু হয়। এই সংক্রান্ত ১৮টি মামলা আদালতের বিচারাধীন। তারই মধ্যে ডিসেম্বর মাসে ইদগাহ মসজিদ চত্বর তিন সদস্যের কমিটির দ্বারা সার্ভের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধী সম্প্রদায়। তবে এই সংক্রান্ত একাধিক মামলা আদালতের বিচারাধীন থাকায় সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে এই মামলা শুনতে রাজি হয় না। পাশাপাশি সুপ্রিম কোর্টে রীতি মেনে আবেদন করা হয়নি বলেও জানান বিচারপতি। তবে এরপরই এলাহাবাদ হাইকোর্টে আদালতের তত্ত্বাবধানে সার্ভেতে সম্মতি দেওয়ার সত্ত্বেও কোনও সঠিক নির্দেশ দেওয়া হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ইদগাহ মসজিদে কমিশনার নিয়োগ করে সার্ভের নির্দেশের বিরোধিতা মামলাটি ওঠে। সেখানেই আদালতের প্রশ্ন সার্ভে সংক্রান্ত আবেদনটিই অস্পষ্ট। কী ধরনের সার্ভে হবে তা স্পষ্ট করে লেখাই নেই তাতে। কমিশনার কী কাজ করবেন তা স্পষ্ট করা নেই। এমনকি এভাবে কোনও আবেদন হতে পারে কী না তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। ট্রাস্ট শাহী মসজিদ ইদগাহ-এর ধর্মীয় স্থানের চারিত্রিক গঠনে পরিবর্তন করার বিরোধিতার আবেদনেই সায় থাকল সর্বোচ্চ আদালতের নির্দেশে।