কলকাতা

সাড়া দেননি অমিত শাহ, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আইএসএফ বিধায়ক নওশাদ

একের পর এক ঘটনার ঘনঘটা। প্রথমে জানা গিয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদের আর্জিতে সাড়া দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের নির্দেশে ভাঙড়ের বিধায়ক নওশদ সিদ্দিকিকে দেওয়া হচ্ছে Z Category Security। কিন্তু এখন আইএসএফ থেকেই জানানো হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছে ঠিকই, কিন্তু সেই আবেদনের ভিত্তিতে এখনও দিল্লি থেকে কোনও জবাবই আসেনি। যদিও বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছিল আর্জি মঞ্জুর হয়েছিল। সংবাদমাধ্যমে তা নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। কিন্তু এখন আইএসএফ থেকেই জানানো হয়েছে, সেই খবর ভুল। আবেদন জানানো হলেও দিল্লি থেকে সাড়া মেলেনি। আর তাই নওশদ এবার কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু কেন সাড়া দিলেন না শাহ? বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, সাড়া না দেওয়ার পিছনে রয়েছে তৃণমূলের প্রকাশ করা একটি ভিডিও এবং একটি WhatsApp Chat। কার্যত বিজেপির পরিকল্পনা ছিল নওশদকে বাংলার আসাদউদ্দিন ওয়াইসি বানিয়ে তোলা যাতে তিনি বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোট কেটে তৃণমূলের যাত্রাভঙ্গ করতে পারেন ও বিজেপিকে রাজনৈতিক ফায়দা পাইয়ে দেন। কিন্তু তৃণমূল যে ভিডিও সামনে এনেছে গত শনিবার যেখানে নওশাদের দাদা তথা ISF’র প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকে বলতে শোনা গিয়েছে ‘আমরা যাঁরা বিজেপিকে ভালবাসি’, তা পরিস্থিতি পাল্টে দিয়েছে। একই সঙ্গে একটি WhatsApp Chat-ও সামনে এনেছে তৃণমূল যা বিজেপি ও আইএসএফের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে এনে দিয়েছে। কার্যত বিজেপি আইএসএফ যোগ সামনে চলে এসেছে। এই অবস্থায় নওশাদকে তড়িঘড়ি কেন্দ্রীয় নিরাপত্তা দিতে রাজী নন শাহ। কার্যত তৃণমূলের পদক্ষেপের জন্যই তাঁকে ধীর চলো নীতি নিতে হয়েছে। আর সেই কারণেই একরকম বিষ বাঁও জলে চলে গিয়েছে নওশাদের Z Category Security পাওয়ার বিষয়টিই । সেই হিসাবে কিন্তু যুদ্ধের দ্বিতীয় রাউন্ডে জিতে গিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা(Showkat Molla)। কেননা তিনি না চাইতেই পেয়ে গিয়েছেন Z Category Security। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে তাঁকে সেই নিরাপত্তা দিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। আর তার পরিপ্রেক্ষিতে এদিন শওকত মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।