কলকাতা

মুকুন্দপুরের বহুতল আবাসন থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধের

 মুকুন্দপুরের অভিজাত বহুতল আবাসনে মিলল বৃদ্ধের মৃতদেহ। নাম, রঞ্জন বোস। মুকুন্দপুরের আবাসনের ১৩ তলায় বাস করতেন তিনি। অবসরপ্রাপ্ত এই বৃদ্ধের স্ত্রী আরবিআই-তে চাকরি করেন। মেয়ে থাকেন দিল্লিতে। রবিবার ভোরবেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিরাপত্তারক্ষীরা হঠাৎ ধপাস করে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে নীচে। তারপর পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এনআরএস-এ নিয়ে যায় পুলিশ। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। বহুতলের সভাপতি জানান, ভোর ৬টায় সিকিউরিটির থেকে খবর যায় তাঁর কাছে। তিনি সিকিউরিটিকে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন। তারপর সভাপতি-সহ বাসিন্দারা নেমে দেখেন পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, বহুতলের ১৭ তলায় এক জোড়া চটি পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকে ঝাঁপ দিয়েছেন বৃদ্ধ।