জেলা

উত্তর দিনাজপুরের দিনেদুপুরে শ্যুটআউট, গুলিতে নিহত তৃণমূল পঞ্চায়েত প্রধান

প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে চলল গুলি। উত্তর দিনাজপুরের পাঞ্জিপারা পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে লক্ষ্য করে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পাশেই তাঁর পঞ্চায়েতের অফিস। তার মধ্যেই এই ঘটনা।  আহত প্রধানকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবণতি হলে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বুধবার ওই পঞ্চায়েত প্রধান তাঁর অফিস থেকে বের হয়ে বাড়ি দিকে রওনা দিচ্ছিলেন। ৩১ নম্বর জাতীয় সড়কে উঠতেই তাঁকে গাড়ি চড়ে আসা দুষ্কৃতীরা ঘিরে ধরে। এরপর মহম্মদ রাহিকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায়। দুটি গুলিই লাগে রাহির গায়ে। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। রাস্তাতেও রক্ত পড়ে থাকতে দেখা যায়। আহত প্রধানকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে বলা হয়ে ওই হাসপাতালে তাঁর চিকিত্সা সম্ভব নয়। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। কিন্তু তাঁকে শেষপর্যন্ত ভর্তি করা হয় শিলিগুড়ির একটি নার্সিং হোমে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহি।