লাইন পার করতে গিয়ে মোটরবাইক নিয়ে ট্রেনের তলায় ব্যক্তি । টুকরো টুকরো হয়ে যায় মোটরবাইক ৷ ছিন্নভিন্ন হয় দেহ ৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা পার হতে গিয়ে তাঁর মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায় । ওই ব্যক্তি ট্রেনের চাকায় সঙ্গে প্রায় হাত কুড়ি এগিয়ে যায়। শরীরের বেশিরভাগ অংশ ছিন্নভিন্ন হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ । পরিবারের লোকজনও সেখানে আসে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে ৷ ঘটনার জেরে এই লাইনে লোকাল ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ৷ অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ প্রায় ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷ স্থানীয়দের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোনও গার্ড ওয়াল নেই ৷ সেই কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটেছে । অবিলম্বে রেল কর্তৃপক্ষ সমস্ত ছোট বড় গলিগুলো গার্ডওয়াল দিয়ে ঘিরে দিক । এ দিনের দুর্ঘটনা নিয়ে মৃত ব্যক্তির দাদা শিবচন্দ্র রায় বলেন, “বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল ভাই । যেহেতু কাপড়ের ব্যবসা করে সেই কারণে প্রতিদিন এই সময় বাইকে করে মহাজনের বাড়ি সুতো আনার জন্য যায় সে । আমরা এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি । তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা স্পষ্ট জানি না ।”