জেলা

‘খারাপ হোমওয়ার্ক স্যার, রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলছেন’, মোদিকে কটাক্ষ মহুয়ার

আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগরের রাজ পরিবারের রাজমাতা অমৃতা রায়কে। দেশজুড়ে ৪০০ আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর বাংলায় পাখির চোখ করেছে অন্তত ২৫টি আসন। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্রিয় হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আগেই সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন মোদি। এবার কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়কে। মোদি তাঁকে বলেন, ”অমৃতাজি আপনাকে অভিনন্দন। বাংলায় পরিবর্তন হবেই। বিজেপি দুর্নীতিকে স্বমূলে উৎখাত করবে।” কিন্তু সেই কথোপকথনের সময়ই মোদির মন্তব্যের ‘ভুল’ নিয়ে কটাক্ষ করলেন কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজ পরিবারের বধূ অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথোপকথন প্রকাশ্যে এসেছে। সেখানেই মোদিকে বলতে শোনা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের সমাজ সংস্কারের কথা ছোটবেলায় স্কুলের পাঠ্য বইতে পড়ানো হতো। সেই বিষয় নিয়ে কটাক্ষ করেন মহুয়া। নিজের এক্স হ্যান্ডেলে ওই অডিয়ো বার্তার কিছুটা অংশ শেয়ার করে মহুয়া লেখেন, ‘মহারাজ কৃষ্ণচন্দ্রের সমাজ সংস্কারের কথা আমাদের শেখানো হত। উনি বোধহয় রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলছেন।’ এরপরই মহুয়ার কটাক্ষ, ”খারাপ হোমওয়ার্ক স্যার।” প্রধানমন্ত্রীর সঙ্গে সেই কথোপকথনের ‘ভুল’ নিয়েই এবার আসরে মহুয়া মৈত্র।