আর্জেন্টিনাকে হারিয়ে শোরগোল ফেলে দেওয়া সৌদি আরব। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল সৌদি আরব। পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই কঠিন করে ফেললসৌদি আরব। প্রথম ম্যাচে জেতার সুবাদে অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নেমেছিল এশিয়ার দলটি। অন্যদিকে মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করে অনেকটা চাপ নিয়ে মাঠে নেমেছিলেন রবার্ট লেভানডভস্কি, আরকাডিয়াস মিলিকরা। প্রথম থেকেই মাঝমাঠের দখল নিয়েছিল ইউরোপের দেশটি। তবে বল দখলে এগিয়ে ছিল সৌদি আরব। প্রথমার্ধের ৩৯ মিনিটে পোলিশ তারকা ফুটবলার রবার্ট লেভানডভস্কি ড্রিবলিং করে সৌদির বক্সে ঢুকে পড়েন। বল বাড়িয়ে দেন সেবাস্তিয়ান জেলেনস্কির দিকে। আর ওই বল সৌদির জালে রাখতে ভুল করেননি তিনি। গোল খাওয়ার পরে তেড়েফুড়ে ওঠে সৌদির খেলোয়াড়রা।ম্যাচের ৪২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে আল শেহরিকে আটকাতে ফাউল করেন পোল্যান্ডের ক্রিস্তিয়ান বিয়ালিক। রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। সালেম আল দাউসারির দুর্বল শট ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন সেজনি। ফিরতি বলটিও জালে পাঠাতে পারেননি মোহাম্মদ আল ব্রেইক। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমাণাত্মক হয়ে ওঠে সৌদি আরবের ফুটবলাররা। একের পর আক্রমণের ঢেউ নিয়ে পোল্যান্ডের রক্ষণে আছড়ে পড়ে। কিন্তু কান্নো-আল শেহরিদের নিখুঁত ফিনিশিংয়ের অভাবের কারণে ফসল ঘরে তোলা যায়নি। তাছাড়া দলের পরিত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন পোলিশ গোলরক্ষক। ম্যাচের ৮২ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে লেভানডভস্কি বল পেয়ে যান অ্যাটাকিং থার্ডে। অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান লেভা। বিশ্বকাপে নিজের দ্বিতীয় ও আর পোল্যান্ডের হয়ে ৭৮তম গোলটিও লেভা পেয়ে যেতে পারতেন ৮৯ মিনিটে। কিন্তু গোলকিপারকে একা পেয়েও বল জালে গলাতে পারেননি।