কলকাতা

তিলোত্তমাকে দূষণের হাত থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার

শহর কলকাতার মানুষজনকে দূষণের হাত থেকে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকারের পরিবেশ দপ্তরের অন্তর্গত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কলকাতা পুরসভার মাধ্যমে প্রচুর পরিমাণে ওয়াটার স্প্রিংকলার এর ব্যবহার শুরু হল শহর কলকাতায়। এর মাধ্যমে মিসড আকারে জল স্প্রে করে, বায়ুতে ভাসমান ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকারক কণাকে সারফেসে নামিয়ে দেওয়া সম্ভব হবে অনেকটাই। শহর কলকাতার টালা থেকে টালি প্রতিদিন দিনে ন্যূনতম দুবার করে এই মিসড ওয়াটারের ব্যবহার করা হবে। শুধুমাত্র ওয়াটার স্প্রিংকলার নয় এর সাথে সাথে রাস্তা ভেজানোর জন্য স্মার্ট ভেইকেল এর ব্যবহার ও চালু করতে চলেছে কলকাতা পুরসভা। পাশাপাশি দুবেলা যাতে সমস্ত রাস্তার ধারের ময়লা ঝাড়ু দিয়ে সরিয়ে নেওয়া হয় সে ব্যাপারেও কড়া নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা। এরফলে বায়ু দূষণের মাত্রা অনেকটাই কমে যাবে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। এদিন কলকাতা পুরসভার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার পুর কমিশনার বিনোদ কুমার সহ আধিকারিকগণ।