জেলা

বেলুড় মঠে পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , ঘুরে দেখলেন রামকৃষ্ণদেব ও মা সারদার মন্দির

বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠ পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে বেলুর মঠে পৌঁছে দেশের সাংবিধানিক প্রধান রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের মন্দিরে পুজো দেন। অতিথিশালায় কয়েক মিনিট সময় কাটান। পুজো দিয়ে বেরিয়ে বেলুড় মঠের সর্বত্র ঘুরে দেখেন। মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠ পরিদর্শন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা প্রস্তুতি দেখেন। এদিন সকাল আটটা দশ মিনিটে রাজভবনের দক্ষিণ গেট দিয়ে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বের হন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গাড়ি রাজপথে ওঠার আগে থেকে

মেয়ো এবং রেড রোড সাধারণ যান চলাচলের জন্য বন্ধ রেখেছিল কলকাতা পুলিশ। সকাল ৮টা ৪৫ মিনিটে দ্রৌপদী মুর্মুর কনভয় বেলুর মঠে পৌঁছয়। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতির হাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পুজোর ফুল, প্রসাদ, সারদা দেবীর পুজিত সাল, শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও ঠাকুর-মা এবং স্বামীজীর উপর লেখা বই তা উপহারস্বরূপ তুলে দেওয়া হয় দেশের সাংবিধানিক প্রধানের হাতে। বেলুড় মঠের নিজস্ব গাড়ি চড়ে স্বামী বিবেকান্দনের বাড়ি পরিদর্শন করেন তিনি এদিন। এদিন বেলুড় মঠে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ, মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক ও পুলিশ কমিশনার। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার বেলুড় মঠ ঘুরে বিশ্বভারতীতে যাবেন দ্রৌপদী মুর্মু।