অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বুধবার সকালে তিনি কেরলের কোন্নিতে শবরীমালা মন্দির দর্শনে গিয়েছিলেন ৷ তাঁর হেলিকপ্টারটি অবতরণ করতেই সদ্য নির্মিত হেলিপ্যাডের একটি অংশ ভেঙে মাটিতে ঢুকে যায় ৷ সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটির চাকাগুলি গর্তের মধ্যে ঢুকে যায় ৷ তখন পুলিশ ও দমকল বাহিনীর কয়েকজন কর্মী মিলে ঠেলে কপ্টারটিকে মাটিতে তোলে ৷ সেই সময় রাষ্ট্রপতি হেলিকপ্টারের মধ্যেই ছিলেন ৷ তাঁর কোনও ক্ষতি হয়নি ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ ৷ আজ সকালে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি কেরলে গিয়েছিলেন ৷ সেখানে একটা বড় দুর্ঘটনার হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন ৷ তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি ৷” ঘটনাটি ঘটেছে পাতানামথিত্তায় কোন্নির প্রমদমে রাজীব গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে ৷ কথা ছিল, রাষ্ট্রপতির কপ্টারটি নীলাক্কালে অবতরণ করবে ৷ কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে স্থান বদল হয় ৷ পরে ঠিক হয় যে কপ্টারটি রাজীব গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে নামবে ৷


