দীপাবলির দু’দিন পর অর্থাৎ বুধবার সকালেও ঘন ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লি ৷ দীপাবলি উদযাপনের পর সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার বাইরেও মানুষ আতশবাজি ফাটিয়ে বায়ুর মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) অনুযায়ী, বুধবার সকাল সাতটায় দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল 345 ৷ যা ‘অত্যন্ত খারাপ’ বলে দাবি করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে ৷ সুপ্রিম কোর্ট আতশবাজি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও, দিল্লির বেশ কয়েকটি অংশ এবং এনসিআরে দীপাবলির রাতে ব্যাপকভাবে AQI লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।


