ভারতের হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ৷ ঘটনায় শোকবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ পুলিশ এবং পরিবহণ বিভাগ যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, কুর্নুল শহরের উপকণ্ঠে উলিন্দাকোন্ডার কাছে পৌঁছনোর সময় পিছন থেকে আসা একটি বাইক বাসটিকে ধাক্কা দেয় । এরপর বাইকটি বাসের নিচে চলে যায় এবং জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা মারে ৷ তাতেই বাসে আগুন ধরে যায় ৷ পুরো বাসটি আগুনে পুড়ে গিয়েছে । ভোররাতে এই ঘটনার সময় গভীর ঘুমে থাকার ফলে যাত্রীরা সকলে দ্রুত বেরিয়ে আসতে পারেননি ৷ কেউ কেউ চিৎকার করে বেরিয়ে এলেও অনেকেই তীব্র আগুনে বাসেই আটকে পড়েন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । আহতদের কুর্নুল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, বেশিরভাগ যাত্রী হায়দরাবাদ শহরের বাসিন্দা । ঘটনার পরপরই দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । ভেমুরি কাবেরী ট্রাভেলস প্রাইভেট বাস (নং DD01) হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল (N9490)।


