ইপিএফে (কর্মী প্রভিডেন্ট ফান্ডে) সুদের হারে সামান্য বৃদ্ধি। ইপিএফে (প্রভিডেন্ট ফান্ডে) সুদ ৮.১ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। আজ, মঙ্গলবার শ্রমমন্ত্রকের তরফে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছরের মার্চ মাসে ইপিএফে সুদের হার ৮.৫ থেকে কমিয়ে ৮.১ শতাংশ ধার্য করা হয়েছিল। সেই তুলনায় সামান্য সুদ বাড়ানো হল। দিল্লিতে চলছে অছি পরিষদের বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।