জেলা

আগামী ১৪ এপ্রিল থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে-ভারত

আরও একটি বন্দে ভারত ট্রেন পাচ্ছে রাজ্য। নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতের জন্য প্রথম সেমি হাই স্পিড ট্রেনের সূচনা করতে পারেন বলে জানা যাচ্ছে। বাংলা নববর্ষে পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে নয়া যোগাযোগের মাধ্যম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। শুধুমাত্র সোমবার বন্ধ থাকবে পরিষেবা।