কলকাতা

লকডাউনে সামাজিক দূরত্ব মেনেই পালিত হল রবীন্দ্র জয়ন্তী, গান গেয়ে শ্রদ্ধা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

করোনার জেরে কলকাতায় সামাজিক দূরত্ব মেনেই পালিত হল রবীন্দ্র জয়ন্তী। কবিগুরুর জন্মজয়ন্তীতে মাইক্রোফোন হাতে গান গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর মন্ত্রিসভার সদস্য তথা সুগায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে ডুয়েট গেয়ে মুখ্যমন্ত্রী মাতিয়ে দিলেন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর অনুষ্ঠান। করোনার লকডাউনে সামাজিক দূরত্ব মেনেই হল অনুষ্ঠান। ছিলো না কোন মঞ্চ। ছিল না কোন শ্রোতা। ছিল না কোনও শিল্পী। রবীন্দ্র সদনের পাশে ক্যাথিড্রাল রোডের উপর দাঁড়িয়ে পালন হল রবীন্দ্রজয়ন্তী। একটি টেবিলে রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে ফুলসজ্জায় রাঙিয়ে দু-পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’… রবীন্দ্র গানেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। দেখুন সেই ভিডিও –