ফের করোনার কবলে পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ নিজেই টুইট করে সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন । আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তাঁরা। তবে, সুস্থ আছে তাঁদের সন্তান । তাঁর অনুগামীদের কোভিডবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ। একইসঙ্গে শেষ ৭২ ঘণ্টায় যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের টেস্ট ও আইসোলেশানে থাকার পরামর্শও দিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী জানান তাঁরা ঠিক আছেন। তবে সবাইকে মাস্ক পরা এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে সবার ভালবাসা এবং আশীর্বাদে এই কঠিন সময় তাঁরা কাটিয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন শুভশ্রী। উল্লেখ্য, এ বারই প্রথম নয়। এর আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন টলিউডের এই তারকা দম্পতি। তবে এক সঙ্গে নয়। রাজ চক্রবর্তী প্রথম বার কোভিডে আক্রান্ত হন ২০২০ সালের অগস্ট মাসে।