নতুন বছরে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন স্ত্রী ও ছেলেকে নিয়ে৷ সেখানেই সপরিবারে করোনা আক্রান্ত হলেন গায়ক সোনু নিগম ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন সোনু ৷ জানিয়েছেন, তাঁর পাশাপাশি ছেলে নিবান নিগম এবং স্ত্রী মধুরিমা নিগমও করোনায় আক্রান্ত ৷ সোশ্যাল মিডিয়ায় সোনু নিগম তাঁর দর্শক উদ্দেশ্য ভিডিওতে বার্তাও দিয়েছেন। তিনি ভিডিওতে বলছেন, ” আমি এই মুহূর্তে দুবাইয়ে রয়েছি ৷ এখান থেকে একটি অনুষ্ঠানের জন্য ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল ৷ সুপার সিঙ্গার সিজন থ্রি-র শুটিংও রয়েছে ৷ তবে সেখানে যেতে পারছি না কারণ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বারবার পরীক্ষা করার পরও একই ফলাফল আসায় আমি এই বিষয়ে নিশ্চিত হই ৷ হালকা উপসর্গ থাকলেও আমি অসুস্থবোধ করছি না ৷ আমার গলা ঠিক আছে ৷ বরং ভাইরাল জ্বর নিয়ে অতীতে আমি পারফর্ম করেছি ৷ সেটার থেকে বর্তমানে ভাল অবস্থায় রয়েছি ৷” দেখুন সেই ভিডিও –