পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার হিসাবে কাজ করছেন সৌরভ দাস। তাঁর মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩১ মার্চ। এরপর আইনের সংস্থান অনুযায়ী তাঁর মেয়াদ আরও দু’মাস বর্ধিত হয়। চলতি মাসের ৩১ মে সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। সূত্রের খবর, নিয়ম অনুযায়ী ২৪ মে-র আগেই নয়া নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হতে পারে। স্বাভাবিকভাবেই নয়া নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানেই সম্পন্ন হবে আগামী পঞ্চায়েত নির্বাচন। কিন্তু কে আসবেন সৌরভবাবুর জায়গায়? নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পদের জন্য রাজ্যের প্রথম পছন্দ প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। ইতিমধ্যেই তাঁর নাম নবান্ন থেকে পাঠানো হয়েছে রাজভবনে। রাজ্যপাল এই নিয়োগে ছাড়পত্র দিলেই রাজীব সিনহাই হতেই চলেছেন বাংলার পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার।