ন্যায় বিচারের দাবিতে আগামী ৯ অগস্ট আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতার পরিবার ।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে শনিবার এই কর্মসূচির কথা ঘোষণা করেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা । তিনি বলেন,”সরকারি প্রতিষ্ঠানের কর্মস্থলে গিয়ে আমার মেয়ের নির্মম পরিণতি হয়েছিল । সেই ঘটনার এক বছর হতে চলল । তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি । সরকারের থেকে ন্যায় বিচার ছিনিয়ে আনতে মেয়ের মৃত্যুর বর্ষপূর্তির দিন আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি । নিরস্ত্র অবস্থায় সেদিন আমরা শান্তিপূর্ণ নবান্ন অভিযান করব । পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে বুঝতে হবে, রাজ্য সরকার এই ঘটনায় সুবিচার দিতে চায় না । এই নবান্ন অভিযানে রাজ্যের সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ৷” শনিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার সোদপুরে উল্টোরথের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই অনুষ্ঠান শেষে সোজা তিনি আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন । সঙ্গে ছিলেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী-সহ দলের অন্যান্য নেতারা । নিহত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে গিয়ে এদিন তাঁর বাবা-মা’র সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলনেতা । এরপর বাড়ির বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর বাবা আরজি করের ঘটনার বর্ষপূর্তির দিন অর্থাৎ, 9 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেন । তিনি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেন তখন তাঁর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী । ছিলেন নিহত চিকিৎসক পড়ুয়ার মা-ও । কেন নবান্ন অভিযানের ডাক, এদিন তার ব্যাখাও দিয়েছেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা । তাঁর কথায়,”আমার মেয়ে সরকারের অধীনস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ছিল । সেই প্রতিষ্ঠানে আমার মেয়ের নির্মম পরিণতি হয়েছে । এর দায় কোনওভাবেই রাজ্য সরকার এড়াতে পারে না ।স্বাস্থ্যসচিবও তার দায় ঝেড়ে ফেলতে পারে না । প্রায় এক বছর ধরে আমরা সুবিচারের দাবিতে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি । রাত দখল, এলাকায় এলাকায় কর্মসূচি সবকিছুই হয়েছে । তারপরেও সুবিচার মেলেনি । তাই, সরকারের উপর চাপ তৈরি করতে আগামী ৯ অগস্ট নবান্ন অভিযান করব আমরা । সরকারকে বোঝানোর সময় এসেছে তাঁরা তাঁদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না । আন্দোলনের মাধ্যমে মানুষই তা বুঝিয়ে দিতে পারে সরকারকে ।” নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন,”ঘটনার পর ১৪ অগস্ট রাত দখল কর্মসূচিতে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ সামিল হয়েছিলেন । সেরকমই একটি ১৪ অগস্টের রাত দখলের কর্মসূচি পালন করতে হবে । আমি আহ্বান করব, সমাজ পরিবর্তন করতে আবারও যেন মানুষ রাস্তায় নামে । রাত দখলের কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে । বুঝিয়ে দিতে হবে, সরকার তার কাজ ঠিক মতো করছে না ।” আরজি করের নির্যাতিতার পরিবারের নবান্ন অভিযানের কর্মসূচিকে সমর্থন জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন,”আমি আগেই প্রকাশ্যে বলেছিলাম ৯ অগস্ট ভয়ঙ্কর ঘটনার এক বছরের দিন নির্যাতিতার বাবা-মা যদি নবান্ন অভিযানের ডাক দেন তাহলে দলীয় পতাকা সরিয়ে রেখে আমরা সবাই সেই আন্দোলন সংগঠিত করব । তাতে অংশগ্রহণও করব আমরা । ওনারা জানিয়েছেন ৯ তারিখ হোক কিংবা ১৪ অগস্ট রাত দখলের কর্মসূচি । সবেতেই সামিল হবেন নির্যাতিতার বাবা-মা দুজনেই । এক মাসের বেশি সময় হাতে থাকল । এই কর্মসূচি সফল করতে শুধু রাজনৈতিক সাথীদেরই নয়, সমস্ত শুভানুধ্যায়ী মানুষের এগিয়ে আসা উচিত । বিশেষ করে আন্দোলনরত যুবক-যুবতীদের অনুঘটক হিসেবে দায়িত্ব নিতে হবে নবান্ন অভিযান সফল করতে ।”
