কলকাতা

ফের মেট্রো বিভ্রাট, সকালে অফিস টাইমে  দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা

আবারও মেট্রো বিভ্রাটে যাত্রীরা ৷ এদিন সকালে অফিস টাইমে থমকে গেল কলকাতা মেট্রোরেলের মেইন লাইনের পরিষেবা । বেশ কিছুক্ষণের জন্য থেমে যায় পরিষেবা ৷ ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা ৷ যান্ত্রিক সমস্যার কারণেই এই অবস্থা। শনিবার ঠিক সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউন কবি সুভাষগামী মেট্রোতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে একের পর এক মেট্রো বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। মেট্রো সূত্রে জানা গিয়েছে, যতীন দাস পার্ক স্টেশনের ডাউন লাইনে মেট্রো রেকে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ যার ফলে ট্রেনটিকে চালু করা যাচ্ছিল না । এর জেরে বেশ কিছুক্ষণ লাইনে আটকে থাকে সেটি । একটি মেট্রো বিকল হয়ে যাওয়ার দরুন পরের ও আগের স্টেশনের মেট্রোগুলিও সঠিক সময়ে চালানো সম্ভব হয়নি । তবে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে মেট্রো বিভ্রাটের বিষয়ে বারবার যাত্রীদের জানানো হয়েছে ৷ তা সত্ত্বেও যেহেতু সকালবেলায় সময়মতো অফিসে পৌঁছনোর জন্য তাড়া থাকে, মেট্রো বিকল হয়ে যাওয়ায় তাই কিছুটা বিরক্ত হন যাত্রীরা । খবর পাওয়া মাত্র স্টেশন মাস্টার ও মেট্রো ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন এবং বেশ কিছুক্ষণ পরে আবারও চালু করা হয় মেট্রোটিকে । তারপর পরিষেবা স্বাভাবিক হয় ৷ নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছেন, “মাত্র 10 মিনিটের জন্য স্তব্ধ হয় পরিষেবা । তবে দ্রুত সেটিকে সারিয়ে ওই রেকটি যাত্রীদের নিয়ে রওনা হয়ে যায় এবং ট্রিপ শেষ করে । তবে কেন হঠাৎ করে মেট্রো রেকে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং তার জেরে থমকে গেল মেট্রো, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।”