কলকাতা

ফের সল্টলেকে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার, গ্রেপ্তার ৫

সল্টলেকে ভুয়ো কল সেন্টারের খোঁজ পেল সাইবার থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় তারা। বিধাননগর পুলিস কমিশনার সূত্রের দাবি, বি জে ব্লকের একটি অফিসে বেশ কিছুদিন ধরে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার কাজ চালাচ্ছিল এক জালিয়াতি চক্র। অভিযোগ, মোবাইল টাওয়ার বসানোর নামে ফোন করতো বিভিন্ন উপভোক্তাদের। তারপরে অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা সংগ্রহ করে উধাও হয়ে যায় অভিযুক্তরা। বি জে ব্লকের ওই অফিসে অভিযান চালিয়ে জালিয়াতির কাজে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ফোন সহ ইলেকট্রনিক গ্যাজেট হাতে এসেছে পুলিসের। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে বাড়িতে মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে ৮০ লক্ষ টাকা প্রতারণার শিকার হন এয়ারপোর্টের ইটালগাছা এলাকার এক বাসিন্দা।