ভয়াবহ দুর্ঘটনা কোচবিহারের কাখরিবাড়িতে। নির্মীয়মাণ স্কুলবাড়ি ভেঙে ধ্বংসস্তূপের তলায় একাধিক শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি অন্তত ৩ জন শ্রমিক আটকে রয়েছে ওই ধ্বংসস্তূপের নীচে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ কোচবিহারের কাখরিবাড়িতে একটি বেসরকারি নির্মীয়মাণ স্কুলবাড়ি ভেঙে পড়ে। সেই সময় নির্মাণরত ওই স্কুলে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। স্কুলবাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন একাধিক শ্রমিক। আচমকা এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাক্য। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, কম করে ৩ জন শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। ঘটনার পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। খবর দেওয়া দেওয়া হয় দমকলেও। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দুর্ঘটনাস্থলে আনা হয় ৩টি জেসিবি। উদ্ধার কাজ শুরু করলেও এখনও চাপা পড়া শ্রমিকদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের কাখরিবাড়িতে বেসরকারি স্কুলের দোতলার ছাদ নির্মাণের কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে ছাদের ভিত আলগা হয়েছিল। তার ওপর কাজ করার সময় ঘটে এই দুর্ঘটনা। অপরিকল্পিতভাবে এই ছাদ নির্মাণ করা হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। দু চোখে দুশ্চিন্তার চিহ্ন নিয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে ভিড় করেছেন চাপা পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা। অধীর অপেক্ষায় রয়েছেন তাঁরা প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য।
