দেশ

বিহারে নৌকাডুবি, মৃত ৭

বিহারে নৌকোডুবি। প্রাণ হারালেন সাতজন। নৌকায় ছিল ১০ যাত্রী। এরা সকলেই দিনমজুর। কাজ করে কৃষিজমিতে। তিনজন সাঁতরে পাড়ে চলে আসে। এখনও পর্যন্ত সাতজনের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দেহ খুঁজে বের করতে চলছে তল্লাশি। নামানো হয়েছে ডুবুরি। তাদের সাহায্য করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দুঃখ প্রকাশ করেছেন। মৃত পরিবারপিছু এককালীন চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।  রবিবার প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, নৌকোর যাত্রীরা সকলেই দিনমজুর। কাজ করে কৃষি জমিতে। গঙ্গা এবং বারান্দির সঙ্গমস্থলে নৌকোটি আচমকা উল্টে যায়। জলে ডুবে মৃত্যু হয় ৭ দিনমজুরের। বাকি তিনজন কোনওরকমে সাঁতরে পারে চলে আসেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান রাজ্য প্রশাসনের সরকারি আধিকারিক। পৌঁছে যায় পুলিশ, দমকলবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পদস্থকর্তারা। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে নৌকোর মাঝি আছেন কি না, তা এখনও জানা যায়নি।