আগামী শনিবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ জুড়ে হাওড়া ডিভিশনে ৫টি ট্রেন বাতিল থাকবে। রামপুরহাট থেকে চাতরা স্টেশনের মাঝে নন-ইন্টারলকিং কাজের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। দুর্ভোগে পড়তে চলেছেন বহু যাত্রী। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর, এই সময়ে বাতিল ট্রেনগুলির নম্বর হল—রামপুরহাট থেকে ০৩০৮৪, কাটোয়া থেকে ০৩০৬৭, ০৩০৮৩ এবং আজিমগঞ্জ থেকে ০৩০৯৩, ০৩০৬৮। একইসঙ্গে ১৫ থেকে ২১ সেপ্টেম্বর এই সাতদিন রামপুরহাট থেকে ০৩০৯৪ নম্বর ট্রেনটি চলাচল করবে না। সব মিলিয়ে এমাসের দ্বিতীয় সপ্তাহের পর রামপুরহাট-চাতরা সেকশনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। যদিও কৌশিকী অমবস্যা তিথির জন্য এই রুটে তারাপীঠগামী যাত্রীদের বিরাট যাত্রী চাপ সইতে হবে। স্বভাবতই রেল কর্তৃপক্ষের কাছে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া একটা চ্যালেঞ্জ।