বিনোদন

মেয়ে সুহানাকে নিয়ে এবার শিরডির সাঁই বাবার মন্দিরে শাহরুখ খান

দিনকয়েক আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে। আর এবার মেয়ে সুহানাকে নিয়ে গেলেন কিং খান মহারাষ্ট্রের বিখ্যাত শিরডি সাঁই বাবার মন্দির দর্শনে। মেয়ে আর বাবার এই সাঁই বাবার মন্দির দর্শনের ভিডিও আপাতত ঘুরছে সোশ্যাল মিডিয়াতে।