দেশ

‘যান্ত্রিক ত্রুটি ছিল না’, জানালেন অভিশপ্ত রাতে বেঁচে যাওয়া করমণ্ডলের চালক

দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেস নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন আরকে মন্ডল। শুক্রবার রাতেই ওড়িশার বালাসোর থেকে একটু দূরে ভয়াবহ দুর্ঘটনা হয়। তিনটি ট্রেনের ধাক্কায় ইতিমধ্যেই মৃত ২৮০ জন, আহত ৯০০ জনেরও বেশি। কিন্তু ভাগ্যের বশে বেছে গেলেন ড্রাইভার আরকে মন্ডল। জানা গিয়েছে শালিমার থকে যাত্রা শুরু করার পরে খড়গপুর স্টেশনে নেমে যান ড্রাইভার আরকে মন্ডল। সেখান থকে অন্য চালক এগিয়ে যান ট্রেন নিয়ে। খড়গপুরের রানিং রুমে ছিলেন তিনি। খড়গপুরে তিনি জানিয়েছেন ট্রেনে তিনি কোনও টেকনিকাল সমস্যা দেখেননি। ড্রাইভার আরকে মন্ডল জানিয়েছেন, ‘আমি খড়গপুরে নেমে গিয়েছিলাম। ট্রেন চালানোর সময় আমি কোনও যান্ত্রিক সমস্যা লক্ষ্য করিনি। সব কিছু নরমাল ছিল’।