বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার কুণাল ঘোষের বাড়িতে এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। তৃণমূল মুখপাত্রের সঙ্গে দেখা হয়নি তাঁদের। ফিরতে হল খালি হাতেই। এখন কলকাতায় নেই কুণাল। এদিন রাতে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে কুণালের বাড়িতে যান এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। কেন? তাঁদের দাবি, ২০২২ সালে ধরনা মঞ্চে গিয়েছিলেন কুণাল। তাঁর মধ্যস্থতায় সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সে বিষয়ে খোঁজখবর নিতেই এসেছেন। ফোনে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন কুণাল। ২২ ডিসেম্বর দেখার করার সময় দিয়েছেন তিনি।