কলকাতা

কালীপুজো উপলক্ষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

আগামী ২০ অক্টোবর অর্থাৎ সোমবার কালীপুজো। তাই কালীপুজো উপলক্ষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কালীপুজোর জন্য শেষ রাত থেকেই ভক্তদের ঢল উপচে পড়ে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে। লক্ষ লক্ষ মানুষ মায়ের আরাধনার জন্য এই দুটি মন্দিরে ভিড় করেন। তাই অনেকটা অল্প সময়ের মধ্যে একদিকে কালীঘাট বা দক্ষিণেশ্বর পৌঁছে যেতে ভরহ মেট্রোর। তাই কালীপুজো উপলক্ষ্যে ব্লু লাইনে কালীঘাট এবং দক্ষিণেশ্বর স্টেশনে যাত্রী ভিড় হয়ে প্রতিবছরই। তাই মেট্রো যাত্রীদের সুবিদার্থে ওই দিন কলকাতা মেট্রোর পক্ষ থেকে নর্থ সাউথ করিডোরে পাওয়া যাবে বিশেষ মেট্রো পরিষেবা। আপ ও ডাউন রুটে দুটি বিশেষ মেট্রো চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু লাইনে মেট্রো পরিষেবা: ওই দিন ব্লু লাইনে কমতে চলেছে মেট্রোর সংখ্যা। কালীপুজোর দিন সারাদিনে ২৭২টি পরিষেবার বদলে সারাদিনে চলবে ১৪৪টি পরিষেবা। ৭২টি আপ ও ৭২টি ডাউন পরিষেবা।

দিনের প্রথম পরিষেবা: নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ০৬টা ৫০ মিনিটের বদলে পাওয়া যাবে সকাল ৭টা ৫৪মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ০৬টা ৫৪ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল ৮টার সময়।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে মিলবে সকাল ৮টার সময়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল ৮টার সময়।

দিনের শেষ মেট্রো: দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ১০টা ৫১ মিনিট পর্যন্ত। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ১০টার সময়।

গ্রিন লাইন

ওই দিন গ্রিন লাইনের সারাদিনের ২২৬টি পরিষেবার পরিবর্তে পাওয়া যাবে ১২৪ পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ৬২ টি আপ ও ৬২ টি ডাউন পরিষেবা মিলবে।

দিনের প্রথম পরিষেবা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল ৬টা ৩২ মিনিটে।

দিনের শেষ মেট্রো: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৭মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।

ইয়েলো লাইন

ইয়েলো লাইন ওই দিন সারাদিনে ১২০ টি পরিষেবার পরিবর্তে পাওয়া যাবে মোট ৫২ টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ২৬টি আপ ও ২৬টি ডাউন পরিষেবা।

দিনের প্রথম পরিষেবা: নোয়াপাড়া থেকে জয়হীন বিমানবন্দর পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো সকাল ৭টা ৫৫ মিনিটের পরিবর্তে মিলবে সকাল ১০টার সময়। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ১০টা ২২ মিনিটে।

দিনের শেষ মেট্রো: নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর পর্যন্ত যাবার দিনের শেষ মেট্রো রাত ৮টার পরিবর্তে মিলবে বিকেল ৫টা ৩৪ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যাবার দিনের শেষ মেট্রো রাত ৮টা ০৫ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল ৫টা ৫৪ মিনিটে।

পার্পল লাইন

পার্পল লাইনে সারাদিনে 80টি পরিষেবার পরিবর্তে পাওয়া যাবে মোট ৪৪টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ২২টি আপ ও ২২টি ডাউন পরিষেবা মিলবে।

দিনের প্রথম মেট্রো: জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল ১০টার সময়। মাঝেরহাট থেকে জোকা যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ৭টা ১৪ মিনিটের পরিবর্তে মিলবে সকাল ১০টা ২৪ মিনিটে।

দিনের শেষ মেট্রো: জোকার থেকে মাঝেরহাট পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৮টা ৩৬ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে। মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৮টা ৫৭ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল ৫টা ৪৯ মিনিটে।

অরেঞ্জ লাইন

অনলাইনে সারাদিনে ৬০টি পরিষেবার পরিবর্তে ওই দিন চলবে মোট ৪০টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ২২টি আপ ও ২২টি ডাউন পরিষেবা রয়েছে।

দিনে প্রথম পরিষেবা: বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে বেঁচে থাকার যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ১০টার সময়।

দিনের শেষ মেট্রো: বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৮টা ০৫ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল ৫টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে বেলেঘাটা যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৮টা ০৫ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল ৫টা ৫৫ মিনিটে।