কলকাতা

‘ভোট এলেই ওরা আসে, এসব করে লাভ নেই, মানুষই আমার সার্টিফিকেট’, ইডি হানা নিয়ে কেন্দ্রকে তোপ মন্ত্রী সুজিত বসুর

দুর্গাপুজো-লক্ষ্মীপুজো পেরোতেই ইডি রেড কলকাতায়। সাতসকালে কলকাতায় ছয় ছয়টি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের টিম। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় তল্লাশি অভিযান চালিয়ে গোয়েন্দারা পৌঁছে যায় নাগেরবাজারের বাসিন্দা ব্যবসায়ী দীপক কুমার দে, দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে। সঙ্গে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ ও অফিসেও চলে তল্লাশি। ফের ইডি হানা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, “প্রত্যেকবার ভোট এলেই এই ধরনের তল্লাশি হয়। তাঁর কথায়, “ওরা প্রত্যেকবারই এরকম করে যখন ইলেকশন আসে। যাঁরা বিশেষ করে পার্টিতে কাজ করে তাঁদের বাড়ি অফিস সব জায়গায় যায়, এবার আমার রেস্টুরেন্টে গিয়েছে। কিন্তু কিছুই কোনওদিন পায়নি।” এরপরই সুজিত বসু বলেন, “এসব করে লাভ নেই। মানুষই আমার সার্টিফিকেট।” দমকলমন্ত্রী আরও বলেন, এর আগেও রেড করেছে, আমার বাড়িতে হচ্ছে নিতাইয়ের বাড়িতেও গিয়েছে কিছু তো পাইনি ওরা তারপরও আবার ইডি আসছে। এটা মনে হয় টার্গেট করছে এই জায়গাটা বিশ্বাস করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই। রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে।” ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করব দুর্নীতির অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে। এখানকার মানুষ জানে। আমার সার্টিফিকেট এখানকার মানুষ। পূর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় চলে ইডির অভিযান। লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টে একতলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেপৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দা টিম। সূত্রের খুব দমকল মন্ত্রী

সুজিত বসুর ঘনিষ্ঠ এই নিতাই দত্ত। সূত্রের খবর, লেকটাউনের যে টিমটি যায় সেটি দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়িতে যায়। অন্যদিকে নাগেরবাজারেও আরও একটি জায়গায় ইডির গোয়েন্দা দল পৌঁছে যায় পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত তল্লাসিতেই। গোলাঘাটায় সুজিত বোসের ছেলে সমুদ্র বোসের রেস্তোরাঁয়ও ইডির হানা চলে আজ। সকাল ৯টা ৪৫ নাগাদ এখানে ইডির আধিকারিকরা ঢোকেন। এখনও চলছে তল্লাশি অভিযান।  ইডি গিয়েছে ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুরের কিছু ঠিকানায়। এ ছাড়া, বেলেঘাটায় এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে বলে খবর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে এক বার ইডি সুজিতের বাড়িতে হানা দিয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে তারা গিয়েছিল লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং এক দফতরে। টানা ১৪ ঘণ্টা তল্লাশির পর কিছু নথি তাঁরা বাজেয়াপ্ত করেন। নিয়ে যান সুজিতের মোবাইল ফোনটিও। সে বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমকলমন্ত্রী বলেছিলেন, ‘‘যদি কাজের জন্য কেউ সুজিতকে এক টাকা দিয়ে থাকেন, সুজিত আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেবে।’’ ২০২৬ সালের মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ইডির হানাকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে কটাক্ষ করলেন সুজিত।